২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দক্ষিণ আমেরিকা বাছাইপর্ব শেষ হওয়ার আগেই প্রস্তুতি শুরু করছে ব্রাজিল। তাই আন্তর্জাতিক বিরতিতে ফিফা প্রীতি ম্যাচ খেলেই বিশ্বকাপের জন্য দল সাজাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ মাসে ব্রাজিলের প্রতিপক্ষ আফ্রিকার দুই বিশ্বকাপ নিশ্চিত দেশ—সেনেগাল ও তিউনিসিয়া।
আজ (বাংলাদেশ সময় রাত ১০টায়) লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। বছরের শেষ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর ফরাসি ক্লাব লিলের মাঠ, স্তাদ পিয়ের-মরওয়ায় তিউনিসিয়ার বিপক্ষে।
এর আগে ব্রাজিল ও সেনেগালের মধ্যে দুইবার মুখোমুখি হয়েছে। ২০১৯ সালে প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল, আর ২০২৩ সালের জুনে সেনেগাল ৪-২ গোলে হেরে যায় ব্রাজিলের কাছে।
সেনেগাল গত মাসে ঘরের মাঠে মৌরিতানিয়াকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ২০২৪ সালের ডিসেম্বরে কোচ পাপ থিয়াওয়ো দায়িত্ব নেওয়ার পর তারা ১০ জয় ও ২ ড্রয়ে ৮৩.৩% সাফল্যের হার দেখিয়েছে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৮।
ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি চলতি বছরের মে মাসে দায়িত্ব নেন। তার অধীনে ছয় ম্যাচে দল জিতেছে তিনটি, ড্র করেছে একটি এবং দুইটি ম্যাচে হারেছে। গত মাসে এশিয়া সফরে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারালেও নেইমারবিহীন দলের ব্রাজিল জাপানের কাছে ৩-২ গোলে হেরে যায়।

