লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিখোঁজ ২৬ বাংলাদেশির মাঝে উদ্ধার চারজনের মরদেহ

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিখোঁজ ২৬ বাংলাদেশির মাঝে উদ্ধার চারজনের মরদেহ

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আল-খুমস উপকূলে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পায় তারা। প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন—এর মধ্যে দুইজন মিসরীয় ও ৬৭ জন সুদানি নাগরিক। ওই নৌকায় আটজন শিশু ছিল বলেও জানায় রেড ক্রিসেন্ট।

দুর্ঘটনায় দুই নৌকার ৯৫ জন যাত্রীর মধ্যে বাকি ৯১ জনকে জীবিত উদ্ধার করা গেছে কিনা—এ বিষয়ে এখনও নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

রেড ক্রিসেন্ট জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পাশাপাশি জীবিতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

উল্লেখ্য, অবৈধ পথে ইউরোপমুখী অভিবাসীদের জন্য লিবিয়া এখনো অন্যতম ঝুঁকিপূর্ণ ট্রানজিট রুট হিসেবে পরিচিত। দেশটির সরকার এ পরিস্থিতি সামাল দিতে বাড়তি চাপের মুখে রয়েছে।
আইওএমের তথ্যমতে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *