আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মিনি নিলাম। এর আগে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দিতে বলা হয়েছিল। শনিবার বিকেলের মধ্যে শেষ হওয়া এই তালিকায় দেখা গেছে, মোট ৭৮ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে, যার মধ্যে ৭০ জন নতুন কোনো দলে না থাকায় মিনি নিলামে অংশ নিতে হবে। এই তালিকায় থাকছেন আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, রাচিন রবীন্দ্র, মাথিশা পাথিরানা ও রবি বিষ্ণোয়ের মতো তারকা ক্রিকেটাররা। বাকি ৮ জন ইতিমধ্যেই ভিন্ন ভিন্ন দলে বিক্রি হয়ে গেছেন।
কলকাতা নাইট রাইডার্স:
৯ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে দল। তালিকায় বড় চমক আন্দ্রে রাসেল ও বেঙ্কটেশ আইয়ার। এছাড়াও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও আনরিখ নর্কিয়াকে রাখা হয়নি। তালিকায় আছেন মঈন আলী, রহমানুল্লাহ গুরবাজ, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া ও লুবনিত সিসোদিয়াও।
চেন্নাই সুপার কিংস:
১০ জনকে ছেড়ে দিয়েছে চেন্নাই। রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে ও মাথিশা পাথিরানা প্রধান চমক। এছাড়াও তালিকায় রয়েছেন রাহুল ত্রিপাঠি, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, দীপক হুদা, বিজয় শঙ্কর, শাইক রশিদ ও কমলেশ নাগরকোটি।
মুম্বাই ইন্ডিয়ান্স:
লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন অর্জুন টেন্ডুলকার। এছাড়া আরও ৮ জনকে ছেড়ে দিয়েছে মুম্বাই। তালিকায় সত্যনারায়ণ রাজু, রিস টপলি, কেএল শ্রীজিত, করণ শর্মা, বেভন জ্যাকবস, মুজিব উর রহমান, লিজাড উইলিয়ামস ও বিগনেশ পুথুর অন্তর্ভুক্ত।
দিল্লি ক্যাপিটালস:
ফাফ ডু প্লেসিস ও জেক ফ্রেসার-ম্যাকগার্ককে ধরে রাখেনি দল। এছাড়াও সেদিকুল্লাহ অটল, মনবন্ত কুমার, মোহিত শর্মা ও দর্শন নালকান্ডেকেও ছেড়ে দিয়েছে তারা।
লখনউ সুপার জায়ান্টস:
ডেভিড মিলার, আকাশ দীপ ও রবি বিষ্ণোয়কে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দল। তালিকায় আছেন যুবরাজ চৌধরী, রাজবর্ধন হাঙ্গারগেকর, শামার জোসেফ ও আরিয়ান জুয়াল।
পাঞ্জাব কিংস:
৫ জন খেলোয়াড় ছেড়ে দিয়েছে দল। তালিকায় তিন অস্ট্রেলিয়ান তারকা—জশ ইংলিস, অ্যারন হার্ডি ও গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়াও কুলদীপ সেন ও প্রবীণ দুবেকে ছেড়ে দেওয়া হয়েছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
৮ জনকে ছেড়ে দিয়েছে চ্যাম্পিয়ন দল। তালিকায় আছেন স্বস্তিক চিকারা, মায়াঙ্ক আগরওয়াল, টিম সেইফার্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভান্ডাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজ়ারাবানি ও মোহিত রাঠি।
গুজরাট টাইটান্স:
মহিপাল লোমরো, করিম জানাত, দাসুন শানাকা, জেরাল্ড কোয়েৎজি ও কুলবন্ত খেজরোলিয়াকে ছেড়ে দিয়েছে দল। শেরফানে রাদারফোর্ড আগেই মুম্বাইয়ে যোগ দিয়েছিলেন।
সানরাইজার্স হায়দরাবাদ:
মোহাম্মদ শামি আগেই ট্রেডের মাধ্যমে লখনউতে গেছেন। এছাড়া আরও ৭ জনকে ছেড়ে দিয়েছে দল। তালিকায় আছেন রাহুল চাহার, অভিনব মনোহর, অ্যাডাম জাম্পা, সিমরজিৎ সিং, উইয়ান মুল্ডার, অথর্ব তাইদে ও শচীন বেবি।
রাজস্থান রয়্যালস:
ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা, ফজলহক ফারুকি, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়, কুণাল রাঠোর ও অশোক শর্মাকে ছেড়ে দিয়েছে দল। আগেই সাঞ্জু স্যামসন ও নিতিশ রানাকে ট্রেড করেছিল তারা।
এই তালিকা প্রকাশের মাধ্যমে আইপিএলের মিনি নিলামে খেলোয়াড়দের সম্ভাব্য দলবদল এবং নতুন ফ্র্যাঞ্চাইজির কৌশল নিয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

