টেস্ট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়লেন জাদেজা

টেস্ট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়লেন জাদেজা

টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি গড়ে ইতিহাসে নাম লেখালেন রবীন্দ্র জাদেজা। ১৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তিনি পূর্ণ করেছেন ৪ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল, যা টেস্ট ইতিহাসে মাত্র চতুর্থবার ঘটে। এই কীর্তি দেখিয়েছে জাদেজার ব্যাটিং ও বোলিং—দুই দিকেই অসাধারণ দক্ষতা।

এর আগে এই মাইলফলক অর্জন করেছিলেন কেবল কপিল দেব, ইয়ান বোথাম এবং ড্যানিয়েল ভেট্টোরি। কপিল দেব ১৩১ টেস্টে ৫ হাজার ২৪৮ রান ও ৪৩৪ উইকেটের সঙ্গে এই রেকর্ড গড়েছিলেন। ইয়ান বোথাম ১০২ টেস্টে ৫ হাজার ২০০ রান ও ৩৮৩ উইকেট এবং ড্যানিয়েল ভেট্টোরি ১১৩ টেস্টে ৪ হাজার ৫৩১ রান ও ৩৬২ উইকেটের মাধ্যমে এই কীর্তি অর্জন করেছিলেন।

রবীন্দ্র জাদেজা এখনও মাত্র ৮৮ টেস্টে ৪ হাজার ১৭ রান ও ৩৩৮ উইকেট অর্জন করেছেন। ধারাবাহিক বোলিং দক্ষতা ও উন্নত ব্যাটিং তাকে ভারতীয় টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে প্রমাণিত করেছে। এই কীর্তি জাদেজাকে টেস্ট ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের মধ্যে স্থান দিয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *