টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি গড়ে ইতিহাসে নাম লেখালেন রবীন্দ্র জাদেজা। ১৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তিনি পূর্ণ করেছেন ৪ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল, যা টেস্ট ইতিহাসে মাত্র চতুর্থবার ঘটে। এই কীর্তি দেখিয়েছে জাদেজার ব্যাটিং ও বোলিং—দুই দিকেই অসাধারণ দক্ষতা।
এর আগে এই মাইলফলক অর্জন করেছিলেন কেবল কপিল দেব, ইয়ান বোথাম এবং ড্যানিয়েল ভেট্টোরি। কপিল দেব ১৩১ টেস্টে ৫ হাজার ২৪৮ রান ও ৪৩৪ উইকেটের সঙ্গে এই রেকর্ড গড়েছিলেন। ইয়ান বোথাম ১০২ টেস্টে ৫ হাজার ২০০ রান ও ৩৮৩ উইকেট এবং ড্যানিয়েল ভেট্টোরি ১১৩ টেস্টে ৪ হাজার ৫৩১ রান ও ৩৬২ উইকেটের মাধ্যমে এই কীর্তি অর্জন করেছিলেন।
রবীন্দ্র জাদেজা এখনও মাত্র ৮৮ টেস্টে ৪ হাজার ১৭ রান ও ৩৩৮ উইকেট অর্জন করেছেন। ধারাবাহিক বোলিং দক্ষতা ও উন্নত ব্যাটিং তাকে ভারতীয় টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে প্রমাণিত করেছে। এই কীর্তি জাদেজাকে টেস্ট ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের মধ্যে স্থান দিয়েছে।

