রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের মানবতাবিরোধী মামলায় আজ ১৪তম দিনে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে।
রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল সাক্ষ্যগ্রহণ পরিচালনা করবেন। প্যানেলের নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন নতুন একজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। তবে ১৬ নম্বর সাক্ষী, পুলিশ নায়েক আবু বকর সিদ্দিকের জেরা শেষ না হওয়ায় তার জবানবন্দি আসামিপক্ষের আইনজীবীরা গ্রহণ করবেন। সিদ্দিক গত ১৩ নভেম্বর প্রত্যক্ষদর্শী হিসেবে ২০২৩ সালের ১৬ জুলাই হত্যাকাণ্ডের আগে ও পরের বর্ণনা দিয়েছেন।
এর আগে বিভিন্ন দিনে মামলা সংক্রান্ত প্রত্যক্ষদর্শী ও ছাত্রনেতা সহ মোট ১৩ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এ তালিকায় রয়েছেন ইমরান আহমেদ, আকিব রেজা খান, সিয়াম আহসান আয়ানসহ অন্যান্যরা।
মামলায় বর্তমানে ৬ জন গ্রেফতার আসামি রয়েছেন—এসআই আমির হোসেন, সাবেক প্রোক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকিদের মধ্যে ২৪ জন পলাতক থাকলেও, তাদের জন্য সরকার চারজন আইনজীবী নিয়োগ দিয়েছে।
মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় ২৭ আগস্ট, সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলায় মোট ৬২ জন সাক্ষী থাকার কথা থাকলেও ধারাবাহিকভাবে সাক্ষ্যগ্রহণ চলছে।

