গত দিকের সমালোচনার ঝড়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি জাহানারা আলমের যৌন হ্যারেসমেন্ট অভিযোগ এবং নারী ক্রিকেটের নানা বিষয় নিয়ে তোলপাড়ের মধ্যে এই বিষয়টি নজরে আসে।
বিসিবি জানিয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১৭ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে চিঠি পাঠালে, তখন বোর্ড নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত থাকার কারণে তদন্ত সম্ভব হয়নি। নতুন কমিটি গঠনের (৬ অক্টোবর) পর অভিযোগ পর্যালোচনা করা হলে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ডকুমেন্টও পরীক্ষা করা হয়েছে।
বিসিবি আরও জানিয়েছে, জাহানারা আলমের সাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগসমূহ তদন্তের জন্য পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটির কাছে উপস্থাপিত রয়েছে। তবে অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে কোনো অনিয়ম প্রমাণিত হয়নি।

