মিরপুরে মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট খেলা হবে, যা তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের এক বিশেষ মাইলফলক। এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে বন্ধু ও সতীর্থ তামিম ইকবালের একটাই অনুরোধ—মুশফিক যেন পুরো ম্যাচটি নিজের মতো করে উপভোগ করেন।
রান যেভাবেই হোক না কেন, তামিম চান এই ম্যাচে আর কোনো সমালোচনা বা চাপ যেন না থাকে। বরং সবাই যেন মুশফিককে দেখান শুধুই ভালোবাসা, সম্মান এবং উষ্ণ সমর্থন।
দেশের ক্রিকেটের এক অক্লান্ত পরিশ্রমী হিসেবে মুশফিকের এই বিশেষ অধ্যায় যেন স্মরণীয় ও ইতিবাচক মুহূর্তে ভরে থাকে, সেটাই চাইছেন তার সতীর্থরা।

