যে অভিযোগগুলোতে মেহজাবীনের বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা

যে অভিযোগগুলোতে মেহজাবীনের বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩ এর বিচারক আফরোজা তানিয়া। ব্যবসার অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়। মামলার বাদী আমিরুল ইসলাম রোববার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার শুনানির নির্ধারিত তারিখ ১০ নভেম্বর আদালতে হাজির না হওয়ায় বিচারক তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারের তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

অভিযোগে কী আছে

মামলার বিবরণ অনুযায়ী, দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে মেহজাবীন আমিরুল ইসলামকে জানান নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করা হবে। এই বিশ্বাসে আমিরুল নগদ ও বিকাশে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা দেন। কিন্তু পরে কোনো ব্যবসায়িক কার্যক্রমই শুরু হয়নি। টাকা চাইলে ‘আজ-কাল’ বলে সময়ক্ষেপণ করেন মেহজাবীন ও তাঁর ভাই।

পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি পাওনা দাবি করলে আমিরুলকে ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্তোরাঁয় আসতে বলা হয়। সেখানে উপস্থিত হলে মেহজাবীন, তাঁর ভাই এবং আরও কয়েকজন তাঁকে গালাগাল ও হত্যার হুমকি দেন। তাঁরা নাকি বলেন, ‘আর একবার বাসার সামনে দেখলে মেরে ফেলব।’

আমিরুল পরে ভাটারা থানায় গেলে পুলিশ তাঁকে আদালতে মামলা করতে পরামর্শ দেয়। এভাবে গত ২৪ মার্চ তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

মেহজাবীনের প্রতিক্রিয়া

গ্রেফতারি পরোয়ানার খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রী মেহজাবীন। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন,
‘অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু যাচাইহীন মামলা–সংক্রান্ত খবর ছড়ানো হচ্ছে। সাংবাদিক সহকর্মীদের অনুরোধ, দয়া করে ভুয়া বা বানোয়াট সংবাদ প্রচার করবেন না।’

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *