আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের সি গ্রুপের ম্যাচে বাংলাদেশ এবং ভারতের মুখোমুখি হওয়ার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রায়ান উইলিয়ামস। ভারতীয় দল ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছে, তবে এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে ফিফার অনুমতি ছাড়া দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভারতীয় দল ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন শুরু করেছে। দলে সবচেয়ে আলোচিত বিষয় রায়ান উইলিয়ামস, যিনি সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। কোচ খালিদ জামিল তাঁকে দলে রেখেছেন।
তবে খেলা নিয়ে সমস্যার কারণ, ফিফা এবং ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকে এখনো অনাপত্তি পত্র (NOC) নেওয়া হয়নি। ফিফা ও এএফসির অনুমোদন না হলে রায়ান বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।
এআইএফএফ এক বিবৃতিতে জানিয়েছে,
“রায়ান উইলিয়ামস সম্প্রতি ভারতীয় পাসপোর্ট পেয়েছেন। তিনি বাংলাদেশ সফরে থাকবেন, তবে খেলার অনুমতি নির্ভর করবে ফুটবল অস্ট্রেলিয়ার এনওসি এবং ফিফা ও এএফসির অনুমোদনের ওপর।”
এনওসি পাওয়ার আগে কোচ খালিদ তাঁকে শুধু অনুশীলনে দলের সঙ্গে রাখতে পারবেন।

