তিন আসামি, পাঁচ অভিযোগ—শেখ হাসিনাকে ঘিরে নতুন আইনি জটিলতা

তিন আসামি, পাঁচ অভিযোগ—শেখ হাসিনাকে ঘিরে নতুন আইনি জটিলতা

জুলাই গণ-অভ্যুত্থারণে মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচ অভিযোগ

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে।

পাঁচ অভিযোগ হলো—

  1. উসকানিমূলক বক্তব্য প্রদান
  2. প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ
  3. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা
  4. ঢাকা চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা
  5. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা

তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক এবং বর্তমানে ভারতের আশ্রয়ে আছেন। এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় দেবেন। অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

গতকাল ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম দাবি করেন, আসামিদের বিরুদ্ধে আনা পাঁচ অভিযোগই তাঁরা “সন্দেহাতীতভাবে প্রমাণ” করতে পেরেছেন। তিনি জানান, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রায়ের পাঠ করা অংশ সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছিল এনসিবি। প্রসিকিউশন জানিয়েছে—রায়ে দণ্ডাদেশ হলে ইন্টারপোলে কনভিকশন ওয়ারেন্ট পাঠানো হবে, যাতে তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করা যায়।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *