শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে হোয়াইটওয়াশ পাকিস্তানের

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে হোয়াইটওয়াশ পাকিস্তানের

পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিন হারের ফলে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে লংকানরা হারল ৬ উইকেটে।

প্রথমে ব্যাট করে ৪৫.২ ওভারে ২১১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ বল হাতে রেখে ২১২ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।

পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ রিজওয়ান। ৯২ বলে চারটি চার মেরে তিনি অপরাজিত ৬১ রান করে ম্যাচ শেষ করেন। ৪ উইকেটে ১১৫ রান থেকে রিজওয়ানকে সঙ্গ দিয়ে হুসেইন তালাত ৫৭ বলে ৪২ রানের ইনিংসে গড়েন ১০০ রানের জুটি। ওপেনার ফখর জামান খেলেন ৪৫ বলে দ্রুতগতির ৫৫ রান।

এর আগে টস হারলেও ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা (২৪) ও কামিল মিশ্রা (২৯) মিলে ৫৫ রানের জুটি গড়েন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান আসে সাদিরা সামারাবিক্রমার ব্যাট থেকে। অধিনায়ক কুশাল মেন্ডিস করেন ৩৪ রান, আর কামিন্দু মেন্ডিস ফেরেন মাত্র ১০ রানে।

পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার মোহাম্মদ ওয়াসিম, নেন ৩ উইকেট। হারিস রউফ ও ফয়সাল আকরাম দু’জনই নেন ২টি করে উইকেট।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *