আওয়ামী লীগের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত সেখানে গেলেও পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ দগ্ধ হয়ে গিয়েছিল।

