বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবারের আবুধাবি টি–১০ লিগে খেলবেন। নর্দার্ন ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে টুর্নামেন্ট শুরু হওয়ার আগমুহূর্তেই তাসকিনের নাম ঘোষণা করেছে।
এবারের আসরে তাসকিনের সঙ্গে খেলবেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। তবে ড্রাফটে দল পেলেও এই মৌসুমে খেলছেন না নাহিদ রানা। নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পস এবার প্রথমবারের মতো টি–১০ লিগে যুক্ত হয়েছে। ১৮ নভেম্বরের ড্রাফটের আগেই তারা সাকিবকে দলে অন্তর্ভুক্ত করেছে।
বাংলাদেশের এই অলরাউন্ডার সাকিবকে গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে নেওয়া হয়েছে, যেখানে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও জেসন রয়ও। টুর্নামেন্ট শুরু থেকেই তিনি দলে থাকবেন। অন্যদিকে, এস্পেন স্ট্যালিয়নস ১৮ অক্টোবরের ড্রাফটে সাইফ হাসানকে ‘ক্যাটাগরি বি’ থেকে দলে নিয়েছে। দুর্দান্ত ফর্মে থাকা সাইফ শিগগিরই দলে যোগ দেবেন।
ক্যাটাগরি ‘সি’ থেকে ভিস্তা রাইডার্সে সুযোগ পাওয়া নাহিদ রানা শেষ পর্যন্ত খেলতে পারছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার ‘এনওসি’ শেষ মুহূর্তে আটকে দেওয়ায় তিনি টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন।
এবারের আবুধাবি টি–১০ লিগে মোট ৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্ট শুরু হবে ১৮ নভেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

