বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। তবে শেষ মুহূর্তে তিনি সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করেন। এরপর থেকেই উঠেছিল প্রশ্ন, তামিম কি খেলোয়াড়ি জীবন চালিয়ে যাবেন এবং আসন্ন বিপিএলে খেলবেন কি না।
শেষ পর্যন্ত নিজেই সেই গুঞ্জনের ইতি টানলেন তামিম। ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজকে তিনি নিশ্চিত করেছেন যে এবারের বিপিএলে অংশ নিচ্ছেন না। ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য বিপিএল খেলোয়াড় নিলাম থেকেও তিনি নিজের নাম বাদ দেওয়ার জন্য বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে অনুরোধ করেছেন।
তামিম বলেন, “হ্যাঁ, আমি এবারের বিপিএলে অংশ নিচ্ছি না। প্লেয়ার্স ড্রাফট থেকে আমার নাম বাদ দিতে অনুরোধ করেছি।”
২০১২ সাল থেকে বিপিএলে প্রতি আসরে খেলেছেন তামিম। সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে অধিনায়ক হিসেবে দলকে শিরোপা জেতান। তবে আসন্ন পাঁচ দলের বিপিএলে বরিশাল দল অংশ নিচ্ছে না।
বোর্ড নির্বাচনের সাম্প্রতিক পরিস্থিতি, বরিশালের দল না থাকা, ফিসনেট ইস্যুসহ নানা কারণ মিলিয়ে তামিমের বিপিএলে না খেলার বিষয়ে জল্পনা চলছিল। এবার তা নিশ্চিত করলেন দেশের সাবেক অধিনায়ক নিজেই।

