যেভাবে প্রতিপক্ষ কোচকে মুগ্ধ করলেন মুশফিকুর রহিম

যেভাবে প্রতিপক্ষ কোচকে মুগ্ধ করলেন মুশফিকুর রহিম

মুশফিকের পরিশ্রমে মুগ্ধ আইরিশ কোচ, শততম টেস্টে বিশেষ অর্জনের অপেক্ষায় বাংলাদেশি ব্যাটসম্যান

মিরপুর স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ দলের অনুশীলনের শেষের দিকে মুশফিকুর রহিম ব্যাটিং অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন টিম বয়দের সঙ্গে। দুই দশকের আন্তর্জাতিক ক্রিকেট যাত্রায় কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলা মুশফিক নিজেকে আলাদা করেছেন।

আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার সঙ্গে সঙ্গে মুশফিক স্পর্শ করবেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক।

আইরিশ কোচ হেনরিখ মালান মিরপুরে সাংবাদিকদের বলেন, “আমি মুশফিকের পেশাদারিত্বে মুগ্ধ। প্রতিদিন ভোরে উঠে হোটেলে নাশতা, তারপর সবার আগে মাঠে গিয়ে ওয়ার্ম-আপ, স্ট্রেচিং ও ব্যাটিং অনুশীলন করে। ধারাবাহিক পরিশ্রমই তাকে এ অর্জনের যোগ্য করেছে। ১০০তম টেস্ট খেলা ধৈর্য, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রতিফলন।”

২০১৮ সালে টেস্ট ক্রিকেট শুরু করা আয়ারল্যান্ডের দল মাত্র ১১টি ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা তাদের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ। মুশফিকের এই মাইলফলক শুধু দেশের জন্য নয়, বরং টেস্ট ক্রিকেটে ধৈর্য ও নিষ্ঠার উদাহরণ হিসেবে বিবেচিত।

তথ্য অনুযায়ী, নিয়মিত টেস্ট খেলোয়াড়দের মধ্যে মুমিনুল হক খেলেছেন ৭৪টি, তাইজুল ইসলাম ৫৬টি, মেহেদী হাসান মিরাজ ৫৫টি এবং লিটন দাস ৫১টি ম্যাচ।

আইরিশ কোচ আশা প্রকাশ করেন, মুশফিক ১০০তম টেস্টে দারুণ পারফরম্যান্স দেখাবেন এবং তার এই অর্জন ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *