লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধ কখনো ক্ষমার যোগ্য নয়। সোমবার (১৭ অক্টোবর) কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে বরকইট ইউনিয়ন এলডিপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে প্রমাণ করেছে যে, মানবতাবিরোধী অপরাধের কোনো ছাড় নেই।
রেদোয়ান উল্লেখ করেন, দেশে দুইটি দল মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত—একটি হলো আওয়ামী লীগ, আরেকটি জামায়াতে ইসলামী। দেশ বিভাজন ও স্বাধীনতা সংগ্রামের সময় জামায়াতে ইসলামী যে অপরাধ করেছে, তাদের অনেক নেতা ইতিমধ্যেই সাজা পেয়েছে। একইভাবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের নেতৃবৃন্দের জন্যও একই রায় দিয়েছেন।
তিনি আরও বলেন, দেশে আর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে পারবে না, জনগণ তাদের রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে না। তবে যারা নির্দোষভাবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, তাদের অন্য রাজনৈতিক ধারায় যুক্ত হওয়ার পরামর্শ দেন।
সম্মেলনের সভাপতিত্ব করেন বরকইট ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম ও উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের। এছাড়া উপস্থিত ছিলেন এলডিপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধিরা।

