লিমিট ছাড়া মিথ্যা আর কতদিন? মিথ্যার সাথে কখনো আপোষ করিনি। মিথ্যার সাথে আপোষ করব না। এটাই হলো আমার নীতি। প্রতিটা কথারই জবাব আছে আমার কাছে। সময় আসুক সব বের হবে এবং সত্যটাই বের হবে। মায়া কান্নায় মিথ্যা দিয়ে আর কত? কি ভাবে কি হইছে তা জানি সবাই । সিনিয়রদের সাথে শুধু অন্যায় করা হয়নি, অত্যাচার করা হয়েছে আমাদের সাথে।
ফেসবুক পোস্টে রুমানা

