আগামী ডিসেম্বরের মাঝামাঝি ভারতে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে ভারত সরকারের আনুষ্ঠানিক ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) না মিলায় সিরিজটি স্থগিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিসিবি ও বিসিসিআই উভয়ই জানিয়েছে, সরকারি অনুমোদন ছাড়া সিরিজ আয়োজন সম্ভব নয়। সময় চলে গেলেও প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত না হওয়ায় অনিশ্চয়তা আরও বাড়ছে।
গত বছর ভারতীয় নারী দল বাংলাদেশে টি–টোয়েন্টি সিরিজ খেলেছিল। ২০২৩ সালেও দুই দল ওয়ানডে ও টি–টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল। সেই ধারাবাহিকতায় এ বছর ভারত সফরের সূচি নির্ধারিত হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিসিসিআই নারী দলের আন্তর্জাতিক সূচি ব্যাহত না করতে বিকল্প সিরিজ আয়োজনের চিন্তা করছে বলে জানা গেছে।
অন্যদিকে বিসিবি জানিয়েছে, দুই বোর্ডের মধ্যেই যোগাযোগ চলছে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে নির্ধারিত সময়েই সিরিজ আয়োজনের চেষ্টা করা হবে।

