এশিয়া কাপ রাইজিং স্টারসে দাপুটে ছন্দে বাংলাদেশ ‘এ’ দল—হংকংয়ের পর আফগানিস্তানও উড়ে গেল আকবর আলীদের সামনে। টানা দুই ম্যাচে জিতে সেমিফাইনালের পথে বেশ এগিয়ে গেল দলটি।
নাম পাল্টে নতুন আয়োজন—ইমার্জিং এশিয়া কাপ এখন এশিয়া কাপ রাইজিং স্টারস। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে আজ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।
কাতারের দোহায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রিপন মণ্ডল ও রাকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৮.৪ ওভারে ৭৮ রানে অলআউট হয় আফগানিস্তান। লক্ষ্য তাড়ায় ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় আকবর আলীর দল।
এর আগে হংকংয়ের বিপক্ষে ব্যাটসম্যানদের ঝড়ে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার হাবিবুর রহমান ৩৫ বলে রেকর্ড সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন প্রায় একাই। অধিনায়ক আকবর ছিলেন অপরাজিত ৪১ রানে (১৩ বল)।
টানা দুই ম্যাচে জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশ। সমান ম্যাচে ২ পয়েন্ট করে শ্রীলংকা ও আফগানিস্তান দ্বিতীয় ও তৃতীয় স্থানে। তিন দলেরই পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা থাকলেও নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠার পথ সবচেয়ে সুগম বাংলাদেশেরই।

