মাঠে থাকতে না পারার আক্ষেপ, মুশফিককে নিয়ে হৃদয়ছোঁয়া বার্তা দিলেন সাকিব

মাঠে থাকতে না পারার আক্ষেপ, মুশফিককে নিয়ে হৃদয়ছোঁয়া বার্তা দিলেন সাকিব

বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন মুশফিকুর রহিম। এই বিশেষ মুহূর্তে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মুশফিকের সতীর্থ সাকিব আল হাসান। তবে মুশফিকের শততম টেস্টে একসাথে মাঠে থাকতে না পারায় সাকিবেরও কিছুটা আফসোস প্রকাশ পেয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুরে খেলতে নেমেছে বাংলাদেশ। এটি মুশফিকের ১০০তম টেস্ট, যা তিনি অর্জন করেছেন সতীর্থ, পরিবার ও সমর্থকদের শুভেচ্ছা ও সম্মাননার ঘিরে। সাকিব নিজে মাঠে উপস্থিত না থাকায় দূর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন।

লর্ডসে মুশফিকের প্রথম টেস্টের স্মৃতি তোলেন সাকিব, যখন তিনি তখন বিকেএসপির রিক্রিয়েশন রুম থেকে প্রতিটি বল লক্ষ্য করতেন। তিনি লিখেছেন, “লর্ডসে তোমার প্রথম ম্যাচের সেই দিন থেকে তুমি আমাকে এবং বাংলাদেশ ও বিশ্বের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রেরণা দিয়েছ। দীর্ঘদিন ধরে খেলছ এবং সবসময় নিজের সেরাটা দিচ্ছ।”

মুশফিকের অধীনে ক্যারিয়ারের বড় সময় খেলা সাকিব মুশফিককে নিজের ক্যাপ্টেন হিসেবেই দেখেছেন। তিনি বলেন, “বয়সভিত্তিক দলগুলোর সময় থেকেই তুমি আমার ক্যাপ্টেন। এখনো তুমি আমার ক্যাপ্টেন। যতদিন আমি খেলব, তুমি থাকবেই আমার ক্যাপ্টেন। মুশফিক ভাই, এই বিশেষ মুহূর্তে তোমাকে আন্তরিক শুভেচ্ছা।”

সাকিব আরও লিখেছেন, মুশফিকের প্রথম টেস্টের মতো শততম টেস্টের প্রতিটি বলও তিনি মনোযোগ দিয়ে দেখবেন। “১০০তম টেস্ট—যেকোনো ক্রিকেটারের জন্য এটি বিশাল মাইলফলক। আশা করি তুমি পুরো ম্যাচটি উপভোগ করবে। আমি যদি তোমার সঙ্গে খেলতে পারতাম, মাঠে তোমার সঙ্গে এই অর্জন উদযাপন করতে পারতাম।”

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *