বুধবার (১৯ নভেম্বর) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বিজয় দিবস উদযাপনের সময় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।
তিনি বলেন, শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে কোনো নাশকতা বা অস্থিরতার আশঙ্কা নেই। তবে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এবার উদযাপন হবে আগের তুলনায় অনেক বড় ও ব্যাপক। জাতি স্বতঃস্ফূর্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারবে। তবে গতবারের মতো এবারও কোনো প্যারেড হবে না।

