মুশফিকুর রহিমের ক্যারিয়ারের মাইলফলক—শততম টেস্ট ম্যাচ। বিশেষ এই ম্যাচে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও সেই মাহাত্ম্য ছুঁতে পারলেন না তিনি। দুর্দান্ত ব্যাটিং করে দিন শেষ করেছেন অপরাজিত ৯৯ রানে।
সারাদিন稳 ব্যাট করে এগিয়ে নিয়েছেন দলকে। দায়িত্বশীল ইনিংসে তুলে এনেছেন ব্যক্তিগত অর্ধশতক, তারপর ধীরে ধীরে গড়েছেন সেঞ্চুরির পথ। তবে দিনের শেষ সেশনে আর এক রানের দেখা মিলল না। আলোস্বল্পতার কারণে খেলা থেমে গেলে ৯৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় তাকে।
মাইলফলকের ম্যাচে এক রানের আক্ষেপ থাকলেও দলকে শক্ত অবস্থানে নিয়ে যেতে মুশফিকের অবদান ছিল অনস্বীকার্য। আগামী দিনের খেলার শুরুতেই সেঞ্চুরির অপেক্ষা ঘোচানোর সুযোগ থাকবে তার সামনে।

