গাজীপুরের কয়েল কারখানায় ভয়াভহ আগুন,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কয়েল কারখানায় ভয়াভহ আগুন,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে জয়দেবপুর ও শ্রীপুরসহ মোট ৭টি ইউনিট অভিযানে যোগ দেয়।

দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর ফায়ার সার্ভিস অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ করে কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায় এবং মুহূর্তেই ঘন ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। এতে পাশের মহাসড়কে আতঙ্ক সৃষ্টি হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *