মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের ১০০তম টেস্টে মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। লর্ডসে ২০০৫ সালে অভিষেক হওয়া এই উইকেটকিপার-ব্যাটার টেস্ট ক্রিকেটে দুই দশকেরও বেশি সময় পার করে আজ দাঁড়িয়েছেন এক দুর্লভ মাইলফলকের সামনে।
বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় টেস্ট খেলার দৌড়ে এখন তিনি কিংবদন্তি ইমরান খান ও শচীন টেন্ডুলকারদের খুব কাছাকাছি। ২০ বছর ১৭৭ দিনের টেস্ট ক্যারিয়ার নিয়ে মুশফিক অবস্থান করছেন বিশ্ব তালিকার তিন নম্বরে। তার উপরে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান (২০ বছর ২১৮ দিন) এবং সর্বোচ্চ সময় ধরে টেস্ট খেলার রেকর্ডধারী শচীন টেন্ডুলকার (২৪ বছর ১ দিন)।
শচীনের আরও একটি অবিস্মরণীয় রেকর্ড—২০০ টেস্ট খেলার—এখনও পর্যন্ত ভাঙার মতো বাস্তবতা কোনো বাংলাদেশের ক্রিকেটারের সামনে নেই। ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো বছরে প্রচুর টেস্ট খেলার সুযোগ বাংলাদেশের নেই বলেই এমন পথ অনেকটাই দূরের।
তবে বয়সের হিসেবে শচীনের রেকর্ডে চ্যালেঞ্জ ছুড়তে পারেন কি মুশফিক? বর্তমানে ৩৮ বছর বয়স পেরোনো এই ব্যাটার ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়িয়েছেন; আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন কেবল টেস্ট। তাই চাইলে আরও দেড় মাসের মতো খেলে শচীনের দীর্ঘায়ুর রেকর্ডে অন্তত আরও একটু কাছে যাওয়া তার পক্ষেই সম্ভব।
মিরপুরের এই টেস্টই কি হতে যাচ্ছে তার শেষ? নাকি টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে আরও কিছু দিন সেবা দিয়ে যাবেন—এ প্রশ্নের উত্তর সময়ই দেবে।

