তারিক কাজীর প্রতিভায় মুগ্ধ ইউরোপ—একাধিক ক্লাবের নজরে এই তারকা

তারিক কাজীর প্রতিভায় মুগ্ধ ইউরোপ—একাধিক ক্লাবের নজরে এই তারকা

ইউরোপের নজরে তারিক কাজী: ডিনামো বুখারেস্টের সম্ভাব্য ট্রান্সফার টার্গেট বাংলাদেশি ডিফেন্ডার

বাংলাদেশ ফুটবলে শেষ কয়েক দিন ধরে একের পর এক সুখবর। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়, ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি—তারপর এবার খেলোয়াড়দের জন্যও আসছে নতুন সম্ভাবনা। জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজীর ওপর নজর পড়েছে ইউরোপের রোমানিয়ান ক্লাব ডিনামো বুখারেস্টের।

দলবদল বিষয়ক জনপ্রিয় মাধ্যম ট্রান্সফারমার্কেট জানিয়েছে, আসন্ন শীতকালীন উইন্ডোকে সামনে রেখে এশিয়ান বাজারে নজর দিচ্ছে ডিনামো বুখারেস্ট। তারা সম্ভাব্য ট্রান্সফার টার্গেট হিসেবে বিবেচনা করছে বাংলাদেশি তারিক কাজীকেও। আগামী দিনগুলোতে এই ডিফেন্ডার ক্লাবটির প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।

জাতীয় দলের হংকং ও চায়না ম্যাচের পরই আলোচনায় আসেন তারিক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘোষণা দেন—পাঁচ মৌসুম খেলার পর আর থাকছেন না বসুন্ধরা কিংসে। বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় আইনগতভাবেই চুক্তি বাতিল করেছেন বলে জানান তিনি।

তার ভাষায়,
‘এক বছরের বেশি সময় ধরে অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি—অনিশ্চয়তার এমন এক সময়, যা আমাকে শুধু পেশাদার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও পরীক্ষা নিয়েছে। এটি আর্থিক কষ্টের পাশাপাশি মানসিক চাপও ছিল।’

যদিও চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে, জাতীয় দলের জার্সিতে তিনি নিয়মিত রয়েছেন। নেপালের বিপক্ষে পুরো ম্যাচ খেললেও ভারতের বিপক্ষে চোটের কারণে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

সবকিছু ঠিক থাকলে এবারের শীতকালেই ইউরোপের লিগ—বিশেষ করে রোমানিয়ার ডিনামো বুখারেস্টে—তারিক কাজীকে দেখা যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *