মুশফিক ছাড়াও শততম টেস্টে ইতিহাস রচনা করলেন যারা

মুশফিক ছাড়াও শততম টেস্টে ইতিহাস রচনা করলেন যারা

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শততম ম্যাচ খেলে নিজস্ব কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো মুশফিক এই উপলক্ষে ইতিহাসের নতুন অধ্যায় তৈরি করেছেন। এই ইনিংসে তিনি ৩৮ বছর বয়সেও কিংবদন্তিদের সঙ্গে নাম লিখিয়েছেন এক এলিট ক্লাবে।

মুশফিকের এই সেঞ্চুরি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ডও ভাগাভাগি করেছে সাবেক অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে। দুজনেরই টেস্টে ১৩টি সেঞ্চুরি।

শুধু সেঞ্চুরি নয়, মুশফিকের এই কীর্তি বিশ্ব ক্রিকেটে শততম টেস্টে সেঞ্চুরি করা ১১তম ক্রিকেটারের মর্যাদা এনে দিয়েছে। এর আগে এই কীর্তি অর্জন করেছেন ইংল্যান্ডের কলিন কাউড্রি, পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ ও ইনজামাম-উল-হক, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা এবং ইংল্যান্ডের জো রুট।

এছাড়া, শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা কীর্তি অর্জন করতে পারবেন কি না, সেটাও মুশফিকের সামনে রয়েছে। ইতিহাসে কেবল অজি কিংবদন্তি রিকি পন্টিংই শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। মুশফিকের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পর আরও একটি আন্তর্জাতিক রেকর্ড তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *