শততম টেস্টে সেঞ্চুরি করে দিনের শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম। এবার তারই ধারাবাহিকতা ধরলেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাস। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক টেস্টে ফের খেলতে নেমে তিনি নিজেকে প্রমাণ করলেন এবং জোড়া সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশের সংগ্রহকে ৪০০ রানের পথে এগিয়ে নিলেন। বর্তমানে ৫ উইকেটে স্বাগতিকরা ৩৮৩ রান করেছে।
দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই নজর কেড়েছিলেন মুশফিক। তবে লিটন নিজেকে আড়াল করতে দেননি। অন্যান্য ফরম্যাটের তুলনায় টেস্টে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে লিটন প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে নিজস্ব মাইলফলক রাঙালেন।

