ক্রিকেট ইতিহাসে প্রথমবার নতুন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক

ক্রিকেট ইতিহাসে প্রথমবার নতুন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক

শাই হোপের হাতে নতুন ইতিহাস: সব পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সেঞ্চুরিতে একমাত্র ব্যাটার

ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ আবারো ক্রিকেট ইতিহাসে নাম লিখালেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার করা ১০৯ রানের ইনিংসের মাধ্যমে তিনি আইসিসির সকল পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সেঞ্চুরি করার একমাত্র ক্রিকেটার হয়ে উঠেছেন। যদিও তার ব্যক্তিগত সাফল্য দলের হার ম্লান করে দিল।

নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করা হোপের ইনিংসের পুঁজি দাঁড়ায় ২৪৭। দলটির অন্য ব্যাটার বড় অবদান রাখতে ব্যর্থ হওয়ায় নিউজিল্যান্ড ৫ উইকেটে জয় নিশ্চিত করে।

হোপের সেঞ্চুরিগুলো এসেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি রয়েছে। চলতি বছর তিনি প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি করেছেন।

মোট ১৩টি দেশের বিপক্ষে সেঞ্চুরি করায় ৩২ বছর বয়সী হোপ মাহেলা জয়াবর্ধন ও ক্রিস গেইলের ১২ দেশের রেকর্ড ছাড়িয়ে গেছেন। ওয়ানডেতে তার ৪৯টি সেঞ্চুরি রয়েছে এবং তিনি সর্বাধিক ১২টি দেশের বিপক্ষে সেঞ্চুরি করার রেকর্ডও নিজের দখলে রেখেছেন। এছাড়া শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, গেইল ও সনৎ জয়সুরিয়ার সঙ্গে ওয়ানডেতে ১২টি দেশের সেঞ্চুরির রেকর্ড ভাগাভাগি করেছেন অন্যান্য ব্যাটাররা।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *