মিরপুরে জাদু, সাকিবের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম

মিরপুরে জাদু, সাকিবের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম

মিরপুর টেস্টে আরও একবার ঝড় তুললেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার উইকেট শিকার করে তিনি কেবল ম্যাচে প্রভাব ফেলার সঙ্গে সঙ্গে সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে একটি উইকেট তুলে নেন তাইজুল। আজ মধ্যাহ্ন বিরতির আগে আরও দুটি উইকেট তুলে নেন এবং বিরতির পর আরও একটি উইকেট শিকার করেন। এভাবেই তিনি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নিজের নাম লিখিয়ে নেন।

এখন তাইজুল ও সাকিবের উইকেট সংখ্যা সমান ২৪৬, তবে তাইজুল করেছেন এটি ৫৭ টেস্টে, যেখানে সাকিবকে এই রেকর্ড করতে হয়েছে ৭১ ম্যাচ। অর্থাৎ ম্যাচ সংখ্যার বিচারে তাইজুল ছাড়িয়ে গেছেন সাকিবকে।

সিরিজের শুরুতে তাইজুলের উইকেট সংখ্যা ছিল ২৩৭। প্রথম টেস্টে ৫ এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করে ২৪৬-এ পৌঁছান তিনি, যা তাকে বাংলাদেশের ইতিহাসের এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

বাংলাদেশের বাকি খেলোয়াড়দের মধ্যে মেহেদী হাসান মিরাজ ৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে, মোহাম্মদ রফিক ১০০ উইকেট এবং মাশরাফি বিন মর্তুজা ৭৮ উইকেট নিয়ে পরবর্তী অবস্থান ধরে রেখেছেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *