কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০–এর নিলামে বাংলাদেশি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে দলে ভিড়িয়েছিল ডারবান সুপার জায়ান্টস। পরে স্পষ্ট হয়েছে, ব্যক্তিগত কারণে নিজেই তিনি নিজের নাম সরিয়ে নিয়েছেন। তার জায়গায় নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসন।
মিরপুর টেস্টের তৃতীয় দিনে সংবাদ সম্মেলনে তাইজুল বলেন,
“আমি ওটা নিজে থেকেই রিলিজ করেছি, কারণ আমার একটি ব্যক্তিগত বিষয় ছিল। এতে আমি অবাক নই।”
এ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, বাংলাদেশ টেস্ট দলের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসানের রেকর্ড সমান করার পরও সেটা কোনো প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখেন না। তাইজুল বলেন,
“স্যাকিব ভাইয়ের না থাকার কারণে বেশি উইকেট নেওয়া বা না নেওয়া বিষয়টি মূল বিষয় নয়। জাতীয় দলে খেললে সবসময় পারফর্ম করতে হবে। এটা পারফরম্যান্সের জায়গা। সাকিব ভাইকে আমি কী দিতে পেরেছি, সেটা কোনো মুখ্য বিষয় নয়।”
সাবেক অধিনায়কের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন,
“সাকিব ভাই বাংলাদেশের জন্য অনেক কিছু দিয়েছেন। আমাদের মধ্যে যারা খেলোয়াড়, তারাও উনার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। উনি দীর্ঘদিন বিশ্বের এক নম্বর অবস্থানে ছিলেন, যা সহজভাবে সম্ভব নয়। তার মধ্যে অনেক গুণ ছিল, যা আমাদের জন্য শিক্ষণীয়।”
তিনি আরও যোগ করেন,
“আমরা চেষ্টা করছি সেসব বিষয় শিখতে, এবং উনি সবসময় আমাদের সাজেশন দিতেন। উনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারি তা আমাদের সঙ্গে আলোচনা করেছি, যাতে আমরা আরও ভালোভাবে সামনে এগোতে পারি।”
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে আইরিশদের চার উইকেট শিকার করে তাইজুল আবারও দলকে শক্ত অবস্থানে নিয়ে আসেন।

