পার্থ টেস্টে অস্বাভাবিক কাণ্ড’ ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল ঘটনা ইংল্যান্ডের

পার্থ টেস্টে অস্বাভাবিক কাণ্ড’ ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল ঘটনা ইংল্যান্ডের

অ্যাশেজের পার্থ টেস্টে আজ দ্বিতীয় দিনে তৃতীয় ইনিংসের খেলা চলছে। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে, কিন্তু এখনও স্কোরবোর্ডে রান তুলতে পারেনি। ওপেনার জ্যাক ক্রলি ইনিংসের পঞ্চম বলেই আউট হয়েছেন, যা দর্শকদের কাছে মোটেও নতুন নয়। কারণ ম্যাচের আগের দুটি ইনিংসেও একই ঘটনা ঘটেছে।

ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করার মাত্র পঞ্চম বলেই ওপেনার ক্রলি আউট হন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পঞ্চম বলেই তাদের ওপেনার জ্যাক ওয়েদারাল্ড হারান। অর্থাৎ পার্থ টেস্টের প্রথম তিন ইনিংসেই কোনো ওপেনিং জুটি রান তুলতে পারেনি—টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবারের ঘটনা।

ক্রলির আউটের পেছনে ছিলেন মিচেল স্টার্ক। টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে পঞ্চম বলেই তিনি ক্রলিকে বাঁচাতে দেননি। ৬ বল খেলে শূন্য রানে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। এরপর অস্ট্রেলিয়া ওভার ফলো-থ্রুতেও ওপেনার ওয়েদারাল্ডকে ইনিংসের দ্বিতীয় বলেই এলবিডব্লু করেন ইংল্যান্ডের পেসার জফরা আর্চার

আজ আবারও ক্রলিকে ইনিংসের পঞ্চম বলেই আউটের পথে প্রেরণ করেন স্টার্ক। ক্রলি এই ইনিংসে মাত্র ১১ বল খেলে ‘পেয়ার’ অর্জন করেন—১৯৯৯ সালে জোহানেসবার্গে মাইকেল আথারটনের পর ইংল্যান্ডের প্রথম ওপেনার হিসেবে।

স্টার্কের পারফরম্যান্সও উল্লেখযোগ্য—এই বাঁহাতি পেসার টেস্ট ইনিংসের প্রথম ওভারে ২৫তম উইকেট তুলে নেন, যা তার ধারাবাহিক উৎকর্ষের প্রমাণ।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *