বৈভবকে সুপার ওভারে না নামানোর কারণ জানিয়ে অপমান জনক মন্তব্য ভারত অধিনায়কের

বৈভবকে সুপার ওভারে না নামানোর কারণ জানিয়ে অপমান জনক মন্তব্য ভারত অধিনায়কের

ইন্ডিয়া এ বনাম বাংলাদেশ এ ম্যাচে সুপার ওভারের পর ভারতের অধিনায়ক জিতেশ শর্মা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিশেষ করে ইন-ফর্ম বৈভব সূর্যবংশীকে সুপার ওভারে না পাঠানোর সিদ্ধান্ত ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। অবশেষে এই বিতর্কিত সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন জিতেশ নিজেই।

ম্যাচ শেষে তিনি বলেন,
“বৈভব সাধারণত আন্দাজে ব্যাট চালায়। সুপার ওভারের মতো সংবেদনশীল পরিস্থিতিতে আমাদের দেখে–শুনে ব্যাট করা প্রয়োজন ছিল। আমি মনে করেছিলাম, ঠান্ডা মাথায় ১০–১৫ রান তুলতে পারলে বাংলাদেশকে চাপে ফেলা যেত। সেই কৌশল থেকেই নিজে নেমেছিলাম।”

কিন্তু এই পরিকল্পনা কার্যকর হয়নি। প্রথম বলেই আউট হয়ে ভারতকে কঠিন অবস্থায় ফেলে দেন জিতেশ, যা শেষ পর্যন্ত ভারতের হারের মূল কারণের একটি হয়ে দাঁড়ায়। শেষ ওভারে ম্যাচ বাঁচিয়ে হলেও, সুপার ওভারে ভারতের হার এবং অধিনায়কের এই সিদ্ধান্ত ক্রিকেটমহলে প্রশ্নের উদ্রেক করেছে।

ভক্তদের একাংশ মনে করছেন, টুর্নামেন্টজুড়ে ফর্মে থাকা বৈভবকে বাদ দেওয়াই ভারতের সবচেয়ে বড় ভুল। সুপার ওভারের এই বিতর্কিত সিদ্ধান্ত এখনই ক্রিকেটমহলে প্রধান আলোচ্য বিষয়।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *