শেষ বলে ওয়াইডের পর স্ট্যাম্পিং হলে কি বাংলাদেশ ম্যাচ হারতো? নিয়ম কী বলে?
এমসিসির নিয়ম বলছে জয়ের জন্য যদি ১ রান প্রয়োজন হয় আর বলটি যদি ওয়াইড বা নো বল হয় এবং ব্যাটার যদি রান আউট হয় তবে ১ রান যোগ হবে।এবং দলটি জয় পাবে। অর্থাৎ আকবর যদি সেই ওয়াইড বলে স্ট্যাম্পিং হতেন তবুও বাংলাদেশ জয় পেত।

