বিশেষ যে রেকর্ডের মালিক শুধু দু’জন—মুশফিক আর পন্টিং

বিশেষ যে রেকর্ডের মালিক শুধু দু’জন—মুশফিক আর পন্টিং

নিজের ক্যারিয়ারের শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরে–ই বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আগেই এলিট তালিকায় নাম তুলেছিলেন তিনি। এবার দ্বিতীয় ইনিংসে ফিফটি করে যোগ করলেন আরেকটি ঐতিহাসিক অর্জন।

বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও অন্তত ফিফটি করার কীর্তি গড়েছেন মুশফিক। এতদিন এই অনন্য রেকর্ড ছিল কেবল অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শততম টেস্টে পন্টিং করেছিলেন প্রথম ইনিংসে ১২০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪৩।

তবে শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার এখনও পন্টিংই। মুশফিক এ রেকর্ড ছোঁয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি ৫৩ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল।

সব মিলিয়ে শততম টেস্টে অন্তত একটি সেঞ্চুরি আছে এমন ব্যাটার আছেন ১১ জন। এদের মধ্যে মুশফিকসহ চারজন দুই ইনিংসেই ব্যাট করেছেন। ইনজামাম–উল–হক দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩১ এবং জো রুট দ্বিতীয় ইনিংসে ৪০ রান করেছিলেন।

বাকি সাত ব্যাটার—কলিন কাউড্রি, জাভেদ মিঁয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা ও ডেভিড ওয়ার্নার—শততম টেস্টে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *