তাইজুলের রেকর্ড–মহিমায় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

তাইজুলের রেকর্ড–মহিমায় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

সিলেটের পর মিরপুরেও ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করছে নাজমুল হোসেন শান্তের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে তারা আইরিশদের সামনে বড় লক্ষ্য স্থাপন করেছে। চতুর্থ দিনের শেষে তাইজুল ইসলামের অবিশ্বাস্য বোলিংয়ে ইতিমধ্যেই আয়ারল্যান্ডের ছয় উইকেট পড়ে গেছে।

শেষ দিনে জিততে আয়ারল্যান্ডের দরকার আরও ৩৩৩ রান। আর বাংলাদেশ জয়ের পথে দাঁড়িয়ে আছে মাত্র ৪ উইকেটের ব্যবধানে।

তৃতীয় সেশনে ৮৮ রানে ৩ উইকেট হারানো অবস্থায় ব্যাট করতে নামেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। ফিফটি করা হ্যারি টেক্টর ৮০ বলে ৫০ রান করে হাসান মুরাদের বলে আউট হন। এরপর লরকান টাকারকে ফিরান খালেদ আহমেদ, আর স্টেফান ডোহেনি ১৫ রান করে তাইজুল ইসলামের শিকার হন।

ক্রিজে এক প্রান্ত ধরে রেখেছেন কার্টিস ক্যাম্ফার, ৯৩ বলে ৩৪ রানে অপরাজিত। তার সঙ্গে আছেন অ্যান্ডি ম্যাকব্রাইন, ১১ রানে অপরাজিত।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট, হাসান মুরাদ ২ উইকেট এবং খালেদ আহমেদ ১ উইকেট।

দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ ইতিমধ্যেই ১–০ ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় টেস্টে জয়ের জন্য টাইগারদের এখন আর প্রয়োজন মাত্র চারটি উইকেট।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *