পিএসএলে দুর্দান্ত ব্যাটিং ফর্মের পুরস্কার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন দারুণভাবে। চলমান ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে সহজ জয়ে পৌঁছে দেন তিনি। একই সঙ্গে এক পঞ্জিকা বছরে ১০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়ে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে ইতিহাসে নাম লেখালেন।
রাওয়ালপিন্ডিতে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা ৭ উইকেটে ১২৮ রানেই থেমে যায়। রান তাড়ায় ব্যাট হাতে ফারহান খেলেন বিধ্বংসী ইনিংস—৬ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮০। ২৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এই ইনিংসের পর চলতি বছরে তার মোট ছক্কা বেড়ে দাঁড়িয়েছে ১০২–এ। বিশ্ব ক্রিকেটে এটি ১২তম ঘটনায় হলেও পাকিস্তানের হয়ে প্রথম।
এই বছরে ফারহানের চেয়ে বেশি ছক্কা রয়েছে শুধু দুজনের—করনবির সিং (১২২) এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান (১০৩)। পাশাপাশি ২০২৫ সালে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ অর্ধশতক (১৫) করার রেকর্ডও এই তিনজনের যৌথ দখলে। করনবির ও পুরান এরই মধ্যে ১৫টি ফিফটি করেছেন, পরে ফারহানও সেই সংখ্যা ছুঁয়ে ফেলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পাকিস্তানের আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল শোয়েব মালিকের ৫৭ রান (২০০৭ বিশ্বকাপ, জোহানেসবার্গ)। সেই রেকর্ডও ভেঙেছেন ফারহান। পাশাপাশি একই ম্যাচে তার ৫ ছক্কা লঙ্কানদের বিপক্ষে কোনো পাকিস্তানি ব্যাটারের এক ইনিংসে সর্বোচ্চ।
সম্প্রতি টি–টোয়েন্টি এশিয়া কাপেও পাকিস্তানের সেরা রানসংগ্রাহক ছিলেন তিনি। দুইটি ফিফটি ও ভারতের বিপক্ষে ফাইনালে ৪০ রানের ইনিংসসহ পুরো টুর্নামেন্টে সংগ্রহ করেন ২১৭ রান। জাতীয় দলে প্রথম চার ম্যাচে ৩০ রান পর্যন্তও না-যাওয়া ব্যাটার এখন ধারাবাহিক পারফরম্যান্সে আলো ছড়িয়ে যাচ্ছেন।

