তাইজুল ইসলামকে নিশ্চয়ই বহু মানুষ অভিনন্দন জানিয়েছেন, আরও পাবেনও। কারণ—তিনি এখন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি। তবে সেই সব শুভেচ্ছার ভিড়ে সাকিব আল হাসানের বার্তাটি তাইজুলের জন্য বিশেষভাবেই অনন্য। অবশেষে যে রেকর্ডটি তিনি ভাঙলেন, সেটি তো ছিল সাকিবেরই!
রেকর্ড হাতছাড়া হওয়ার পর সাকিব কোনও আক্ষেপ নয়, বরং আন্তরিক অভিনন্দনই জানিয়েছেন তাইজুলকে। শুধু তাই নয়, জানিয়েছেন নিজের বিশ্বাস—তাইজুল একদিন ৪০০ টেস্ট উইকেটও স্পর্শ করতে পারবেন।
মিরপুর টেস্টের শুরুতে তাইজুলের উইকেট সংখ্যা ছিল ২৪২, সাকিবের চেয়ে ৪ কম। প্রথম ইনিংসেই ব্যবধান ঘোচান, আর দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বলবার্নিকে এলবিডব্লু করে সংগ্রহে তোলেন সেই রেকর্ড–গড়া উইকেটটি। সাকিবকে ছাড়ানোর পর আরও দুটি উইকেট যোগ করে সংখ্যা দাঁড়িয়েছেন ২৪৯–এ। অর্থাৎ আড়াই শ উইকেটের মাইলফলকও এখন নিঃশ্বাস দূরত্বে।
সাকিবের এই রেকর্ডটি টিকে ছিল টানা ১২ বছর। ২০১৩ সালের নভেম্বরে মোহাম্মদ রফিককে ছাড়িয়ে শীর্ষে উঠেছিলেন তিনি। বর্তমানে মিরাজের উইকেট সংখ্যা ২১০ বলে তাইজুলের আধিপত্য দীর্ঘ সময় টিকে থাকারই ইঙ্গিত দিচ্ছে।
ফেসবুকে সাকিব লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল। আমি মনে করি, ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।’
মিরপুর টেস্টটি মুশফিকুর রহিমের শততম ম্যাচ—এই বিশেষ উপলক্ষেও তাইজুলকে অভিনন্দন জানাতে ভুল করেননি তিনি। নিজের ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘দেশের সর্বোচ্চ উইকেট… অভিনন্দন তাইজুল। আরও আসছে, ইনশা আল্লাহ।’
টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও লিখেছেন, ‘বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার জন্য অভিনন্দন তাইজুল ভাই। দলের জন্য আপনার নীরব অথচ নিখুঁত অবদান আমাদের জন্য গর্বের।’
টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনন্দন।

