প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। শততম টেস্টেই সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
মুশফিকের সাফল্য শুধু ব্যক্তিগত নয়—বাংলাদেশের জয়ও এই মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলেছে। ২১৭ রানের জয় দিয়ে তিনি উঠে এসেছেন ইনজামাম উল হক, রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নারদের মতো ক্রিকেট কিংবদন্তিদের পাশে।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২০৬ রান করে, মুশফিক বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। এই সঙ্গে তিনি টেস্ট ইতিহাসের অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির পর জয় অর্জনের কীর্তিও করেছেন। এর আগে গর্ডন গ্রিনিজ, ইনজামাম উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নারের নাম এই তালিকায় ছিল।
মাইলফলক স্পর্শের পর মুশফিক জানিয়েছেন, ‘প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি। মনে হচ্ছিল যেন ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলছি। তবে এখানেই থামতে চাই না—অবশ্যই আরও খেলতে চাই।’

