শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি এখনও কেবল রিকি পন্টিংয়ের। আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিমের সামনে সেই রেকর্ড ভাঙার সুযোগও ছিল। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক দ্বিতীয় ইনিংসেও শক্তিশালী ব্যাটিং করে পঞ্চাশ রানের গণ্ডি স্পর্শ করেন। তবে অপরাজিত ৫৩ রানে থাকতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করেন।
দিন শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ব্যাখ্যা দেন, “এটা টিম গেম। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের প্রয়োজনই বড়। ৫০০ রান হয়ে গিয়েছিল, আর আয়ারল্যান্ডের ১০ উইকেট নিতে সময় দরকার ছিল।”
যদিও তখনও প্রায় দেড় দিন সময় হাতে ছিল, মুমিনুল হক ৮৭ রানে আউট হওয়ায় ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আশরাফুল আরও বলেন, “হ্যাঁ, চাইলে আরও এক ঘণ্টা ব্যাট করানো যেত। কিন্তু ক্রিকেটের স্পিরিটের দিক দিয়ে সেটা সুন্দর দেখাত না। মুমিনুল কাছাকাছি ছিল, তাই তাকে সুযোগ দেওয়া হয়েছিল; দুর্ভাগ্যজনকভাবে সে সেঞ্চুরি করতে পারেনি। তাই খেলা আগ বাড়ানো হয়নি।”

