মিরপুর টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশকে চাপে ফেলে নতুন ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। শেষ তিন উইকেটে জোরালো প্রতিরোধ গড়ে দলটি মিরপুরে প্রথমবারের মতো একটি নজির স্থাপন করল।
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এ পর্যন্ত চতুর্থ ইনিংসে ২১ বার ব্যাট করতে হয়েছে দলগুলোকে। তার মধ্যে সফরকারী দল ১৩ বার শেষ ইনিংসে ব্যাট করেছে, কিন্তু কখনো ১০০ ওভার পার করতে পারেনি। এবার সেই কীর্তি গড়ল আয়ারল্যান্ড।
দিন শুরু করে ছয় উইকেটে ১৭৬ রানের সংগ্রহ নিয়ে, জিততে তাদের দরকার ছিল আরও ৩৩৩ রান। সিরিজে আইরিশদের ব্যাটিং ধস দেখে অনেকেই ভেবেছিলেন, বাংলাদেশ দ্রুত ম্যাচ শেষ করবে। কিন্তু আয়ারল্যান্ড অন্য গল্প লিখল।
বাংলাদেশের প্রথম সাফল্য আসে তাইজুল ইসলামের হাত ধরে। তিনি এলবিডব্লিউ করেন অ্যান্ডি ম্যাকব্রাইনকে। এই উইকেটই তাইজুলের ক্যারিয়ারের ২৫০তম, যা তাকে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী হিসেবে সাকিব আল হাসানকে ছাড়িয়ে দিল। আজ তিনি বাংলাদেশের প্রথম বোলার যিনি টেস্টে ২৫০ উইকেট অর্জন করলেন।
সেশনের আরেকটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। তিনি জর্ডান নিলকে বোল্ড করেন, ডেলিভারিটি সামান্য ঘুরে স্টাম্পে আঘাত করে।
দ্বিতীয় সেশনটি দীর্ঘ সময় উইকেট ছাড়াই কেটে যায়। কার্টিস ক্যামফার ও গ্যাভিন হোয়ির জুটি ১০০ ওভার পার হওয়ার রেকর্ড গড়তে সাহায্য করে। ক্যামফার ২২৫ বলে ৬৮ রান করেন, আর হোয়ি ৫৮ বলে ২৫ রান যোগ করেন।
মিরপুরে শেষ ইনিংসে ১০০ ওভার ব্যাট করার নজির অবশ্য আগে বাংলাদেশকেই ছিল, ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু কোনো সফরকারী দল এমন কীর্তি আগে গড়তে পারেনি—এবার সেই গৌরবময় নজির লিখল আয়ারল্যান্ড।

