২০২৫ সাল পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আন্তর্জাতিক মঞ্চে এই বছর পাকিস্তান দল খেলেছে মোট ৫৪টি ম্যাচ—যা অন্য কোনো দেশের চেয়ে বেশি। সব ম্যাচেই দলের টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আঘা ছিলেন মাঠে, এবং নিজস্ব কীর্তি গড়ে আন্তর্জাতিক রেকর্ডে নাম লিখিয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে সালমান আঘা ইতিহাস গড়েন। এই ম্যাচটি তার চলতি বছরের ৫৪তম আন্তর্জাতিক ম্যাচ ছিল, যা এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ধরে রেখেছিলেন রাহুল দ্রাবিড়, মোহাম্মদ ইউসুফ ও এমএস ধোনি, যারা ৫৩টি ম্যাচ খেলেছিলেন।
ম্যাচে পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৫ রান তোলে। ইনিংসের সেরা পারফর্মার ছিলেন বাবর আজম, যিনি ৫২ বলে ৭৪ রান করেন। সালমান আঘা ৬ নম্বরে নেমে মাত্র ১ রানে আউট হলেও, ফখর জামান মাত্র ১০ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ১২৬ রানে অলআউট হয়। পাকিস্তানের বড় জয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ পেসার উসমান তারিক। মাত্র তার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে তিনি ১৮ রান খরচায় ৪ উইকেট নেন, যার মধ্যে ছিল এক অসাধারণ হ্যাটট্রিক।
আঘার এই রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে। ১৯৯৭ সালে শচীন টেন্ডুলকার প্রথম ক্রিকেটার হিসেবে এক বছরে ৫০টির বেশি ম্যাচ খেলেছিলেন। এরপর ব্যস্ত সূচির কারণে সংখ্যা বাড়তে থাকলেও, সাম্প্রতিক সময়ে কেবল ড্যারিল মিচেলই ২০২৩ সালে ৫০ ম্যাচের সীমা পেরিয়েছিলেন। এবার সালমান আঘা সেই সীমা ছাড়িয়ে নিজস্ব কীর্তি গড়ে ইতিহাসে নাম লিখিয়েছেন।

