বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তানের বিপক্ষে ফাইনালে সুপার ওভারে হারলেও খেলোয়াড়দের মনোবল কমেনি। ম্যাচে শুরুতে বাংলাদেশের জুনিয়র টাইগাররা ভালো শুরু করলেও পাকিস্তানের স্পিনাররা হঠাৎ করে দাপট দেখান। ৫৩ রানে সাত উইকেট হারিয়ে পরিস্থিতি কঠিন হয়ে যায়, কিন্তু রাকিবুল হাসান ম্যাচ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। শেষ জুটির ব্যাটিংয়ে ১৯তম ওভারে তিনটি ছক্কায় উত্তেজনা বাড়লেও শেষ ওভারে ৭ রান দরকার ছিল। আব্দুল গফফার সাকলাইন ও রিপন মন্ডল ৬ রান তুলে ম্যাচকে সুপার ওভারে পাঠান।
সুপার ওভারে বাংলাদেশ ১ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৬ রান করতে পারে। জবাবে পাকিস্তান ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। ম্যাচে বাংলাদেশের বেশ কিছু ভুল যেমন ক্যাচ মিস এবং মিডল অর্ডারের দায়িত্বহীন আউটের কারণে শিরোপা হাতছাড়া হয়।
ম্যাচ শেষে অধিনায়ক আকবর আলী বলেন, “ম্যাচ জেতার বিশ্বাসটা আমাদের ছিল। শট সিলেকশন ভালো ছিল না, এজন্য আমরা শুধু নিজেদেরকে দায়ী করতে পারি। দল হিসেবে আমরা যা অর্জন করেছি, সেই জন্য ছেলেদের নিয়ে আমি গর্বিত।”
স্পিনারদের বিরুদ্ধে খেলায় সমস্যার কথা উল্লেখ করে তিনি যোগ করেন, “আমরা জানতাম এই ধরনের উইকেটে স্পিনের বিপক্ষে খেলা সহজ হবে না। এক সময় নিয়মিত আউট হচ্ছিলাম, কিন্তু লোয়ার অর্ডাররা নিজেদের মান রাখল। আমরা সত্যিই তরুণ গ্রুপ, আরও অনেক কিছু শিখতে হবে।”
প্রবাসী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আকবর বলেন, “দলের পক্ষ থেকে সমর্থকদের ধন্যবাদ। প্রত্যেক ম্যাচে আমাদের ভাই-বোনেরা মাঠে এসে আমাদের সমর্থন দিয়েছে।”

