সাম্প্রতিক ট্রায়ালে নজর কাড়া তরুণ ফুটবলার বিতোশোক চাকমাকে জাতীয় দলে দেখতে চান বাংলাদেশ দলের পোস্টার বয় হামজা চৌধুরী। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে হামজা জানিয়েছেন, ভবিষ্যতে এমন প্রতিভাদের সুযোগ দেওয়া উচিত।
হামজার মতো আপনিও কি চান বিতোশোককে জাতীয় দলে দেখতে?

