যে কারণে ভারত থেকে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা

যে কারণে ভারত থেকে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) তার ৭৮তম জন্মদিন উপলক্ষে সারা দেশে দলীয় নেতাকর্মীরা জন্মদিন উদযাপন করেন, যা শেখ হাসিনাকে আবেগাপ্লুত করেছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা কঠিন সময়েও নানা প্রতিকূলতা এবং বাধা-বিপত্তি উপেক্ষা করে তার জন্মদিন উদযাপন করেছেন।

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান তাদের, যারা বাধা সত্ত্বেও পিছপা হয়নি। শেখ হাসিনা দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসায় অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুনরায় দেশের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *