ধারাভাষ্যকার থেকে সব জল্পনা কল্পনা শেষ করে অধিনায়ক হয়ে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল

ধারাভাষ্যকার থেকে সব জল্পনা কল্পনা শেষ করে অধিনায়ক হয়ে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল

দেশসেরা অলরাউন্ডার তামিম ইকবাল কি আর ক্রিকেটে ফিরবেন? গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে চলছে আলোচনা। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে আসন্ন বিপিএলেই দেখা যাবে এই বাঁহাতি ব্যাটারকে। গত আসরের মতো এবারও ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন তিনি।

সবশেষ বিপিএলেও ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তামিম। এমনকি তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতে দলটি। আগামী মৌসুমেও খেলবেন তামিম, এমনকি বরিশালের হয়ে অধিনায়কত্বও করবেন তিনি। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা লিখেছে, ‘ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *