রংপুরের হয়ে না এবার বিপিএলে যে দলে খেলবেন সাকিব

রংপুরের হয়ে না এবার বিপিএলে যে দলে খেলবেন সাকিব

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংকটকালীন সময়টিতে নিজের সরব উপস্থিতি না থাকতে পারায় যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি শ্রদ্ধা ও পাশাপাশি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সে যুব ও ক্রীড়া উপদেষ্ঠা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আহ্বানে সাড়া দিয়ে সাকিবের এমন বিবৃতিতে দেশের মাটিতে দ. আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলার বিষয়টিও অনেকটা নিশ্চিত করেছে। সেই সাথে বিপিএলের আগামী আসরেও সাকিব আল হাসানের খেলার সম্ভবনা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, এরই মধ্যে চট্টগ্রাম কিংস দলে তার অন্তর্ভুক্তির বিষয়টি অনেকটাই নিশ্চিত। গত কয়েকদিনে নীরবে দুই পক্ষের মাঝে আলোচনা চললেও চূড়ান্ত করতে অপেক্ষায় থাকতে হয়েছে দুঃখ প্রকাশ করে সাকিবের এই বিবৃতির জন্য। গতকাল সাকিব বিবৃতি দেওয়ায় দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট ও বিপিএলে খেলার বিষয়টিও অনেকটা নিশ্চিত, ঘোষণাও আসতে পারে আগামী দুই একদিনের মাঝেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *