বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন সাকিব আল হাসান। যার কারণে স্বীকৃত ক্রিকেটে জাতীয় দলের সাবেক অধিনায়কের বোলিং করতে আর কোনো বাধা নেই। সাকিবের মুক্তি মেলায় বেশ খুশি সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তাদের মধ্যে অন্যতম শেখ মাহেদী হাসান।
সাকিব পাশ করায় বেশ খুশি টাইগার এ স্পিনার। সেই সাথে আবারও দেশের জার্সিতে ও ঘরোয়া ক্রিকেটে দেখতে চান মাহেদী। বৃহস্পতিবার গণমাধ্যমকে মাহেদী বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে একটু চিন্তা ছিল। এত বড় একটা প্লেয়ার, এত বছর ক্রিকেট খেলার পরও শেষের দিকে এসে একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকের দিকে নিউজটা দেখে খুব ভালো লেগেছে। আশা করি সে ফিরে আসুক, দেশের হয়ে ক্রিকেট খেলুক এবং ঘরোয়া ক্রিকেট খেলুক।’
সাম্প্রতিক সময়ে বেশ ভালো করছেন মাহেদী। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ তিনি। নতুন বলে উইকেট তুলে নিতে তিনি বেশ স্বাচ্ছন্দ বোধ করেন। ডেথ ওভারেও মাহেদীর স্পিন বেশ কার্যকরী। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার রহস্য জানিয়েছেন তিনি।
মাহেদী বলেন, ‘আন্তজার্তিক ক্রিকেট খেলতে গেলে আপনার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে শতভাগ। নিজের প্রতি শতভাগ বিশ্বাস না থাকলে আপনি কোথাও ভালো করতে পারবেন না। তো আপনি ক্রিকেট খেলতে গেলে একশ মারবেন, দেড়শ মারবেন আবার ছয় বলে ছয়টা ছক্কাও খেতে পারেন। কিন্তু ঐখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। ঐ মেন্টালিটি নিয়ে সবাই ক্রিকেট খেলে। ঐখানে শান্ত থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ঐখানে যে শান্ত থাকবে তার ভালো করার সম্ভাবনা বেশি।’
বর্তমানে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা নেই। তাই প্রায় সবাই খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। চলমান ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে মাঠ মাতাচ্ছেন মাহেদী।