৭ জানুয়ারি ২০২৫ , ঢাকা বনাম রংপুরের মধ্যকার ম্যাচ । প্রথমে ব্যাট করে ঢাকা ১১১ রানে অলআউট হয়ে যায় । রান তাড়া করার সময় বেটিং টার্গেট ছিল রংপুর প্রথম দশ ওভারে ৭৮.৫ + অর্থাৎ ৭৯ রান করবে । ব্যাপারটা স্বাভাবিক মনে হলেও ঘটনাপ্রবাহ স্পট ফিক্সিংয়ের সুনির্দিষ্ট প্রমাণ দিচ্ছে ।
– প্রথম ৫ ওভারে রংপুর রাইডার্স এর সংগ্রহ মাত্র ২৬ রান ১ উইকেট হারিয়ে । ব্যাট করছেন ইনফর্ম সাইফ হাসান এবং আলেক্স হেলস । স্বাভাবিক ভাবেই ৬ নম্বর ওভারে রান বাড়িয়ে নিতে চাইবেন তারা । কিন্তু বেটিং টার্গেট পূরণে তাদের পরবর্তী ৫ ওভারে করতে হবে ৫৩ । অর্থাৎ তারা ৬ এর নিচে রান রেটে ব্যাট করছেন তাদের কে পরবর্তী ৫ ওভার ১০+ করে নিতে হতো ।
– আলাউদ্দিন বাবু বল করতে আসলেন ৬ নম্বর ওভার । নামটা মনে রাখবেন পরের ঘটনার জন্যে । তিনি এসে প্রথম বল ফুল লেন্থ এ দিলেন হেলস চার মারলেন , পরের বল পায়ের কাছে আবারো ফুল লেন্থ এবং হেলস অতি সহজে এটিকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে । ওই বাবু দিয়ে গেলেন ২০ রান ।
– ৬ ওভারে ৪৬ রান রাইডার্স এর , বেটিং টার্গেট পূরণ করতে প্রয়োজন ৪ ওভার ২৯ রান । এখনো বিষয়টা স্বাভাবিক মনে হতে পারে ।
– কিন্তু পরবর্তী দুই ওভারে মুগ্ধ এবং আমির হামজার বলে দেখে শুনে খেলে ৮ রান নেয় হেলস – সাইফ ।
– ৮ ওভারে ৫৪ রান , বেটিং টার্গেট পূরণে করতে হবে ২৫ রান দুই ওভারে । ব্যাপারটা এখন ৬০-৪০ চান্স এ আসছে কি ?
– ৯ নম্বর ওভারে আসলেন মোসাদ্দেক হোসেন । ৮.৩ ওভারে হেলস একটা ছয় মারে কিন্তু তার পরের বলেই আউট হয়ে যায় । এবং ব্যাটিংয়ে আসেন ইফতিখার আহমেদ । টার্গেট পূরণে প্রয়োজন ৮ বলে ১৮ । এখন সম্ভাবনা ৭০-৩০ এ নামছে ? নতুন ব্যাটসম্যান তার সামনে তো তারা নেই । সে কেনো ৮ বলে ১৮ নিবে এই কথা মাথায় আসছে না ?
– ইফতিখার ও তাড়াহুড়া না করে এক রান নিলেন । এখন বেটিং টার্গেট পূরণে প্রয়োজন ৭ বলে ১৭ রান । অসম্ভব মনে হচ্ছে ?
অসম্ভব যখন মনে হচ্ছে তখন ই মোসাদ্দেক একটা Wide+ 4 দিলেন । দুইজন ই ডান হাতি ব্যাটসম্যান ছিলেন তাই স্পিনারদের সমস্যা হওয়ার কথা থাকার কথা না তাই তো ?
পরের বলটা সাইফ দেখে শুনে খেলছে । তার মারার কোনো প্ল্যান নাই ।
– এখন শেষ ওভারে প্রয়োজন ১২ রান । এক প্রান্তে নতুন ব্যাটসম্যান ইফতিখার যিনি সময় নিবেন , অন্যদিকে সাইফ যিনি দেখে শুনে খেলছেন মারতে চাচ্ছে না । এখন শেষ ওভারে ১২ হওয়ার প্রবালিটি কতো আসে ?
– এমন সময় বোলিং এ আসেন আলাউদ্দিন বাবু । প্রথম তিন বলে মাত্র ১ রান হয় । এখন প্রয়োজন ৩ বলে ১১ , কতটুকু সম্ভব ? পরের বল সাইফ একটা চার মেরে পরের বলে আউট হয়ে যান ।
এখন ইকুয়েশন দাঁড়ায় ১ বলে সাত, স্ট্রাইক এ নতুন ব্যাটসম্যান খুশদিল শাহ । তিনি মেরে খেলবেন তবে এক বলে ৭ রান এর প্রোবাবিলিটি কতো % ?
এবং ত্রাতা হিসেবে আলাউদ্দিন বাবু প্রথম বলে দিলে বিশাল একটা Wide যেটা অন্য পিচে যেয়ে পড়েছে প্রায় । প্রথম বলেই আলাউদ্দিন বাবু দেন ৫ রান । এখনো ১ বলে দুই রান প্রয়োজন ? কমেন্ট্রি প্যানেল থেকে সবাই এত বড় Wide দেখে অবাক । পরের বলে দিলেন আবারো Wide এবং এটাও প্রায় পিচে র বাইরে । এখনো স্বাভাবিক মনে হবে ? তার পরের বল Wide ।
– ১ বলে ৭ রান প্রয়োজন , বাবু দিলেন টানা ৩ টা বড় Wide। আন্তর্জাতিক টি ২০ তে সর্বশেষ আড়াই হাজার ম্যাচে টানা ৩ Wide দেওয়ার ঘটনা এটা চতুর্থবার ।
এবং কোনো বল খরচ না করেই এভাবে রেকর্ড ব্রেকিং ৭ রান দিয়ে বেটিং টার্গেট পূরণ হয়ে যায় যেটাকে কাকতালীয় কোনো ভাবেই বলা যায় না । শেষ দুই ওভারে ৮ বলে ১৭ প্রয়োজন ছিল যার ১২ রান ই এক্সট্রা থেকে এসেছে । যেটাও কোনো ভাবেই কাকতালীয় নয় ।
নির্ভরযোগ্য কিছু সূত্রানুসারে , বিপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন একজন ক্রিকেটার। বিস্তারিত এখনো জানা যায়নি!