হঠাৎ যে কারনে তামিমকে নিয়ে সিলেটে বৈঠকে বসেছে বিসিবি

হঠাৎ যে কারনে তামিমকে নিয়ে সিলেটে বৈঠকে বসেছে বিসিবি

আচমকা অবসরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল, তবে জাতীয় দলের হয়ে তার খেলা ছিল সীমিত। কাগজে-কলমে অবসর না নিলেও, কার্যত জাতীয় দলের বাইরে রয়েছেন সাবেক এই অধিনায়ক। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তামিমকে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। এরই মধ্যে ভাইরাল হওয়া এক ভিডিওতে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে তামিম বলছিলেন, জাতীয় দলের অধ্যায় তার জন্য শেষ হয়ে গেছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-সমর্থকদের মধ্যে নতুন প্রশ্ন উঠেছে— আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ১২ জানুয়ারির মধ্যে আইসিসির কাছে জমা দিতে হবে, সেখানে তামিম ইকবালকে রাখা হবে কি না?

এ প্রশ্নের উত্তর জানার জন্য আজ বুধবার সকালে ঢাকা থেকে সিলেটে এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। পরে সিলেটের পাঁচ তারকা এক হোটেলে তামিমের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। একই সঙ্গে উপস্থিত ছিলেন আরেক নির্বাচক হান্নান সরকার।

২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিমকে আবার দলে ফেরানোর বিষয়ে বিভিন্ন স্তরে আলোচনা চলছে। আজই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া, সাকিব আল হাসানকেও দলে চান গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তারা বিসিবির কাছ থেকে এ বিষয়ে করণীয় জানতে চেয়েছেন।

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • Sayed Noor , January 8, 2025 @ 9:21 am

    Tamim ke Jatiya Dole Dekhte chai

Leave a Reply to Sayed Noor Cancel reply

Your email address will not be published. Required fields are marked *